নিজস্ব প্রতিনিধিঃ-পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌর এলাকার দরপত ঠোটালিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, পৌর এলাকার দরপত ঠোটালিয়া গ্রামের শামিম মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের মোতালেবের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার দুপুরে মোতালেব মিয়ার নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে তার ভাই রমজান, হান্নান তার ছেলে আক্তার, ভাতিজা আয়নাল,হানিফসহ ৫/৬ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় বিবাদীরা শামিম,সানাউল্লাহ, হাসকিল ও জুমায়েলকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শামিম ও জুমায়েলের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শামিম এর ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত শামিম জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে মোতালেব মিয়া ও তার লোকজন আমাকে ও আমার ভাই সানাউল্লাহ এবং ভাতিজা হাসকিল ও জুমায়েলকে কুপিয়ে জখম করেছে।
অপরদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান পিপিএম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে,তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন