নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুক্রবার রাত ৩ ঘটিকার সময় ৪নং ওয়ার্ডের আটিগ্রাম নদীর পাড়ে বন্ধ মনোয়ার জুট মিলের সামনে থেকে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার,চাপাতি, চাকু,সুতা ও লোহার রড ও লাঠি।
আটকৃরা হলো, ১।ডাকাত সাখাওয়াত হোসেন শওকত (৪২)পিতা মৃত মোস্তফা ২। মোঃমাসুম (৩৫)পিতা মৃত আব্দুল মোতালেব ৩। মোঃ মাসুম ভুইয়া( মাছি) (৩৫) পিতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া ৪।আসামি মোঃ সুজন (৩২)পিতা মৃত হযরত আলী ৫।মোঃ রিদয় (২১)পিতা জালাল ৬।মোঃ ফরহাদ (২০)পিতা কামাল উদ্দিন ৭।মোঃ সুমন( ১৮)পিতা মোঃ ফারুক ৮।মোহাম্মদ সাইফুল (২৫)৯।মোহাম্মদ অহিদ(৩৫)পিতা মৃত আব্দুল কাইয়ুম।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদের আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন