নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির সম্মামনা পুরস্কার পেয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।
মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে এ সম্মামনা পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ।
ডাকাত ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় মোহাম্মদ আহসান উল্লাহকে গত মাসের মতো এমাসেও শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।
এর আগে গত ২৮ মার্চ ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ বলেন,আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের কাছে। সেই সাথে আমাকে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ জানাই পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যারকে । এসময় তিনি বলেন এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আড়াইহাজার থানার সকল পুলিশ সদস্যদের, সকলের সহায়তায় আমি আজ এখানে এসেছি। বিভিন্ন বিষয়ে আমি আড়াই হাজার বাসী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের থেকে যথেষ্ঠ সহযোগিতা পেয়েছি। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন