সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত রবিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে নারায়ণগঞ্জ জেলা রিটানিং অফিসারের কক্ষে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন।
জানাগেছে, আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সোনারগাঁয়ের উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, সোনারগাঁ উপজেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আজিজুল ইসলাম মুকুল, সোনারগাঁ পোলেট্রি এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম খোকন, সোনারগাঁ শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবুল ফয়েজ শিপন ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুরজাহান ও ফরিদা পারভীন শ্যামলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন