মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেন, যারা সরকারি চাকুরি করেন না তাদের অনেকের মধ্যে খোদ ছিল যে, সরকারি চাকুরেরা পেনশন পাচ্ছেন, আমরা কেন পাই না। তাদের জন্যই সরকার পেনশন স্কিমের মতো অভাবনীয় উদ্যোগ নিয়েছে। আপনি যে বেসরকারি চাকুরি করেন, ব্যবসা করেন, বিদেশে থাকেন, আপনিও সরকারি চাকুরিজীবীদের মতো বেতন বা আয়ের একটা অংশ জমা রাখতে পারেন। ৬০ বছর বয়সের পরে মানুষের কর্মক্ষমতা অনেকটা কমে যায়, তখন আপনার একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে আসবে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিশ, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, আহসান সাদিক শাওন,সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুর নবী জনি, সহ-সভাপতি রাসেল,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক লিটন বিশ্বাস।
এছারাও আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফুর রহমান কাকন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আব্দুস সালাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদুল, রুমন রেজা, সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম ভুইয়া, অহিদুল হক খানসহ বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্য সংবাদকর্মী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন