চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের উদ্যোগে প্রয়াত এমপি নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১ মে, ২০২৪

চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের উদ্যোগে প্রয়াত এমপি নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল


বন্দর প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের ৪ বারের সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার বাদ এশা বন্দরের কুড়িপাড়া চৌরাস্তায় জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত দোয়ার পূর্বে এক বক্তব্যে মাকসুদ হোসেন বলেন, 'এমপি নাসিম ওসমান সাহেব অনেক ভালো লোক ছিলেন। মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মতো নেতা পাওয়া খুবই দূরহ। যে কোন সমস্যায় ওনার শরনাপন্ন হলে তিনি তাৎক্ষনিক সমাধান দিতেন এবং সমাধান করতে এগিয়ে আসতেন। আমরা সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ দোয়া করবো যাতে আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করেন'। এসময় মাকসুদ হোসেনের কর্মী সমর্থক, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান মৃত্যুবরণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭