নিজস্ব প্রতিনিধিঃ-আগামী ২১শে মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতিককে জয়ী করতে নির্বাচনী মাঠে নেমেছেন কাঁচপুরের খাঁন পরিবার।
সোমবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খাঁন বাড়িতে এ উপলক্ষে উঠান বৈঠক করেন খাঁন পরিবারের সদস্য ও তাদের সমর্থকরা।
সাবেক চেয়ারম্যান সবুর খাঁনের সভাপতিত্বে উঠান বৈঠকে অংশ গ্রহন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আ: মতিন খাঁন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ নেতা আমান খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী মমিন খাঁন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিটন খাঁন, কাচঁপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড এর মেম্বার হাসান খাঁন, যুবলীগ নেতা আলমগীর খাঁন, মামুন, বাবুল, রাজিব, তুফুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
এসময় কাঁচপুরের ওমর পরিবারকে ঠেকাতে তারা সকলে সম্মেলিত ভাবে ঘোড়া প্রতিকের পক্ষে কাজ করার জন্য সকলকে আহবান জানান ও একযোগে মাহফুজুর রহমান কালামের পক্ষে কাজ প্রত্যায় ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন