বন্দরে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে অনিক বাহিনীর হামলা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

বন্দরে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে অনিক বাহিনীর হামলা


নিউজ ডেস্ক
: বন্দরে এক প্রবাসীর কাছে দাবি করা চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আতঙ্কে আছেন ওই বাড়ির পরিবাররা। 

বুধবার রাত পোনে ১২ টার দিকে জেলার বন্দর উপজেলার কুশিয়ারা কুয়েত প্রবাসী মাইনউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসীর স্ত্রী পপি আক্তার।

প্রবাসী মাইনউদ্দিনের স্ত্রী পপি আক্তার অভিযোগ করেন, কুশিয়ারা এলাকায় বিল্ডিং কাজ চলাকালীন অবস্থায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। কিন্তু পপি আক্তার চাঁদা দিতে রাজি হয়নি। ধারাবাহিকতায় বুধবার রাতে নবীগঞ্জ ইসলামবাগ এলাকার শহিদুল্লাহ ছেলে অনিক ও অন্তুর নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী বাড়িতে হামলা চালায়। বাড়িতে প্রবেশ করে বিল্ডিং দেখাশোনার দায়িত্বে থাকা আসিফের উপর হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে জরুরী নাম্বার ৯৯৯ ফোন করলে পুলিশ আসার টের পেয়ে বাড়ি থেকে চলে যায়।  

তিনি আরও জানান, পপি আক্তারের স্বামী প্রবাসে থাকেন, তাদের যেকোন সময়ে ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন। এর পরেও চাঁদা না দিলে পপি আক্তারকে মেরে ফেলার হুমকি দিয়ে  গেছে। এঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করবে বলে জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭