নিজস্ব প্রতিনিধিঃ-সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেছেন, বাংলাদেশের কোথায় কি হয়েছে তা জানার দরকার নেই। যেকোন নির্বাচনের চেয়ে আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন। জনগনের ভোটেই কেবল নির্বাচিত হতে হবে এ উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের।
বৃহস্পতিবার (১৭ মে) সোনারগাঁ উপজেলা পরিষদের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
ইউএনও আবদুল্লাহ আল মাহফুজ আরো বলেন,নারায়নগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে এখানে জোড় তো দুরের কথা কাউকেই মাথা ঘুড়ানোর সুযোগও দেয়া হবে না। সেভাবেই কাজ করবে দায়ীত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্যাট ও আমাদের উপজেলা প্রসাশন সহ আইনশৃঙ্খলা বাহিনী। যেখানেই কোন সমস্যার ম্যসেজ পাবো,সেখানে তাৎক্ষণিক ব্যবস্হা নেয়া হবে।এ সময় তিনি প্রশাসনের পাশাপাশি সঠিক ও নিরপেক্ষ থেকে সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি তদন্ত মহসিন মিয়া,উপজেলা প্রসাশনের সহ সকল দপ্তরের কর্মকর্তাগন,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সদস্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন