নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান কালাম ৮৩,৮৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল ওমর পেয়েছেন ৭৫,৭৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান মাসুম চৌধুরী তালা প্রতীকে ৩৮,৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুব পারভেজ পেয়েছেন ৩৬,৯৪০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভিন শ্যামলী ৫২,৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর জাহান পেয়েছেন ৩৩,১৮৬ ভোট।
১৪২ টি কেন্দ্রে গতকাল ২১ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে রাতে উপজেলা অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন