নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ানগর এলাকায় দেওয়ান এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে ৪৮০ বস্তা ইন্ডিয়ান চিনির বস্তা এবং ১৪৪ বস্তা ফ্রেস স্টিকার যুক্ত ইন্ডিয়ান চিনির বস্তাসহ মোট ৬২৪ বস্তা ইন্ডিয়ান চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শনিবার ৪ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া অভিযান চালিয়ে এই ৬২৪ বস্তা ইন্ডিয়ান চিনি জব্দ করেন।
জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। অভিযান কালীন সময় উপস্থিত ছিলেন র্যাব-১১ এর উপাধিনায়ক মেজর অনাবিল ইমাম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আতিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া জানান, অভিযুক্ত দেওয়ান এন্টারপ্রাইজের মালিককে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর ১(ঞ) ধারায় অনুযায়ী ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নিকটে জিম্মা দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন