নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম নির্বাচনে বিজয়ী হওয়ায় সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে সর্বসাধারনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় তিনি সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এসময় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করে এবং নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন পরে মোগরাপাড়া চৌরাস্তার বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন।
এসময় উপজেলা আওয়ামী মটর চালক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন