সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরের এক নির্বাচনী সভা থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ‘আনারসে ভোট দিতে চান কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন’ এমন হুমকি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন গত বৃহস্পতিবার রাতে বাবুল ওমরের আনারস প্রতীকের নির্বাচনী প্রচারণায় মাইকে উল্লেখিত হুমকি দিতে দেখা যায়। তিনি আনারস প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করেন। এসময় চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর ওই প্রচারণা সভায় উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর বংশ সোনারগাঁও থেকে উচ্ছেদ করার হুমকি দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রার্থী বাবুল ওমরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণার সভা মঞ্চে বসে আছেন। এসময় বিপুল সংখ্য কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মাইকে বক্তব্য দিচ্ছেন শম্ভুপুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন। রাসেল উদ্দিন বলেন, এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে একজনই, কে বাবু ওমর, কে আনারস। আনারসের বাদে যত মার্কা, যা-ই দেখেন এটি নৌকা ডুবাইতে ছিদ্র করনের লাইগা। দ্বিতীয় কোনো কথা চলব না। চর কিশোরগঞ্জের সম্পুর্ন ভোট আনারস। অন্য কোনো মার্কায় কোনো ভোট পড়ব। পড়তে পারে দু একজন আছে। ১০ জনের মধ্যে দু’ এককটা দুষ্ট গরু থাকে। তাদের উদ্দেশে বইল্লা দেই, ঘরেই থাকেন। যারা আনারসে ভোট দিতে চান, কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন। আপনাদের ভোটের দরকার নাই। সব ভোট আনারসের। যে কথা নাসির মেম্বার বইল্লা গেছে, সে কথাই শেষ, চর কিশোরগঞ্জের ভোট রিজার্ভ। দ্বিতীয় কোনো কথা, দ্বিতীয় কোনো নেতা এই এলাকায় (চর কিশোরগঞ্জে) জন্মায় নাই, জন্ম হইব না।’ভোটারদেরকে হুমকি দেয়ার বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরের সাথে যোগাযোগ করা হলে হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এমন কোনো বক্তব্য আমি শুনিনি। তিনি আরও বলেন রাসেল উদ্দিন বলেছেন যারা আমার বাবাকে (সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন) ভালো বাসেন তারা আনারসে পক্ষে কাজ করবেন এবং সন্ত্রাসের বিপক্ষে থাকবেন। তবে ভাইরাল হওয়া ভিডিও তিনি দেখেননি বলে জানান।আগামী ২১ মে দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন