বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বন্দর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাকসুদ হোসেন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বন্দর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাকসুদ হোসেন


নিউজ ডেক্সঃ- নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদকে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাকসুদ হোসেন।


বুধবার রাতে জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আখন্দ ফলাফল ঘোষণা করেন।


ঘোষিত ফলাফল অনুযায়ী, মাকসুদ হোসেন (আনারস) পেয়েছেন ২৯ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ রশিদ (দোয়াত-কলম) পেয়েছেন ১৪ হাজার ৮৩৮ ভোট এবং আরেক প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বহিস্কৃত) আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ) পেয়েছেন ১২ হাজার ৬২২ ভোট।


ভাইস চেয়ারম্যান পদে আলমগীর হোসেন (মাইক) ১৭ হাজার ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির নেতা সানুউল্লাহ সানু (উড়োজাহাজ) পেয়েছেন ১৭ হাজার ১ ভোট। এছাড়া শহিদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) ১৩ হাজার ৪২৮, মোশাঈদ রহমান মুকিত (তালা) আট হাজার ৪০৬ ভোট পেয়েছেন।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন (ফুটবল) পেয়েছেন ২৯ হাজর ৪৫৬ ভোট, মাহমুদা আক্তার (কলস) পেয়েছেন ২৬ হাজার ২৮৪ ভোট।



বিজয়ী হওয়ার পর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেন, আমি কৃতজ্ঞ আমার ভোটারদের ও নেতাকর্মীদের কাছে,আমার এ বিজয় পুরো বন্দর উপজেলাবাসীর। আপনারা সবাই শান্ত থাকবেন। নির্বাচনের কিছু আচরণ বিধি আছে, আমাকে ভালোবাসলে সেগুলো মেনে চলবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭