মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেন (৪৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গত শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউপির আষাড়িয়ার চর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন রূপগঞ্জের চনপাড়া (০৪নং ওয়ার্ড) এর মৃত আনোয়ার হোসেনের ছেলে।
গ্রেপ্তারকালে মাদক কারবারি মো. মনির হোসেন এর কাছ থেকে ২৩ হাজার ৮৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি স্মার্টফোন উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে এনে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন