নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ বন্দরে চোখ উপড়ানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের বন্দর সমরক্ষেত্র ৭১ এর দেয়ালের পিছন থেকে এ লাশ উদ্ধার করা হয় ।
বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারী জানান, সমরক্ষেত্র মাঠে কিশোররা বল খেলার সময় বল দেয়াল টপকে বাইরে গেলে কিশোররা বল নিতে এসে লাশ দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেয়।
দুপুরে নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) আয়েশা খাতুন ঘটনাস্থলে এসে লাশের নমুনা সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করেন তবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে লাশের সুরতহাল রেকর্ডকারী উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ বলেন, উদ্ধারকৃত লাশটি ৩/৪দিন আগের। লাশের পড়নে ছিল নেভি ব্লু টিশার্ট ও অফ হোয়াইট রংয়ের প্যান্ট। ধারণা করছি দুর্বৃত্তরা অন্যত্র খুন করে লাশ এখানে ফেলে গেছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন