নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের গুলি ও গনপিটুনিতে মনু মিয়া নামে(৪২) এক ব্যাক্তি মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনু মিয়া ওই এলাকার কামাল উদ্দীনের ছেলে।
নিহতের মনু মিয়ার স্ত্রী সাবিনা আক্তার জানান,পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ীতে প্রবেশ করে গুলি ও পিটিয়ে হত্যা করে।
এদিকে এলাকাবাসী জানায় নিহত মনু মিয়া একজন কুখ্যাত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামী ছিলো।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন