রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা' সন্দেহে ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা' সন্দেহে ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ


নিজস্ব প্রতিনিধিঃ
- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি তিনতলা ভবন ঘেরাও করে রেখেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)৷ মঙ্গলবার কাল সাড়ে দশটা থেকে উপজেলার বরপা  বাগানবাড়ি এলাকায় ভবনটি ঘিরে রেখেছে এটিইউ’র দলটি৷

গতকাল সোমবার কক্সবাজার জেলা থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করে এটিইউ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে বরপায় এ অভিযানের প্রস্তুতি বলে জানিয়েছেন এটিইউ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল৷

তিনি জানান, এর আগে গত ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি দোতলা বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালায় এটিইউ৷ এরপর সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপার ওই বাড়িটি চিহ্নিত করা হয়৷ কিছুক্ষণের মধ্যে ভবনের ভেতরে অভিযান শুরু করা হবে৷

বেলা পৌনে একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটি ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা৷

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটি ঘিরে রেখেছে৷ খবর পেয়ে জেলা পুলিশের সদস্যরাও সেখানে পৌঁছেছে৷ অভিযান শেষে বিস্তারিত জানা যাবে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭