মুছাপুর উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বৈধতা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মুছাপুর উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বৈধতা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। 


শুক্রবার বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মনোনয়ন পত্র বাছাই শেষে বৈধ ঘোষণাকৃত ৪ জন প্রার্থী হলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের স্ত্রী নারগিস আক্তার তার ছেলে মাহমুদুল হোসেন, ইসমাইল হোসেন ও বারপারা এলাকার ব্যবসায়ী আলী হোসেন।


এর আগে ৪ জুলাই ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ঐদিন ৬ জন সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন জমা দেন।


আগামী ২৭শে জুলাই ভোট গ্রহনের দিন ধার্য্য করে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ৫ জুলাই। ৬ থেকে ৮ জুলাই আপিলের শেষদিন। ৯ জুলাই আপিল নিষ্পত্তি। ১০ জুলাই মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিন এবং ১১ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব শেষ ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭