সজিবঃ- সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন একরামপুর যুবসমাস কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
হোসেনপুর প্রাইমারি স্কুল মাঠে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ঘটিকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচটি দিপু একাদশ (বনাম) আল-আমিন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
টসে জিতে আল-আমিন একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য দিপু একাদশকে ৫১ রানের টার্গেট দেয় আল-আমিন একাদশ।
নির্ধারিত সাত ওভারে ৫১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয়, দিপু একাদশ।
আল-আমিন একাদশের ব্যাটসম্যান মোঃ শান্ত ২৪ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
বিজয়ী দল দিপু একাদশের ব্যাটসম্যান মোঃ সালাম পুরো টুর্নামেন্টে ১০৩ রান করে ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন।
ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আরিফুর রহমান ও মোঃ বাদশা।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন