নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতা মো. শাহ আলম সরদার (৪১)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শাহ আলম সরদার শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকার মো. সেলিম সরদারের ছেলে ও সোনারগাঁ পৌরসভার কৃষ্ণপুরা এলাকার তিনি ভাড়া বাসায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মো. আবদুর রশিদ। তিনি বলেন, সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন