সোনারগাঁয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

সোনারগাঁয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ


নিজস্ব প্রতিনিধিঃ
- নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে বেলজিয়াম প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। 

গত দু’দিন ধরে প্রভাবশালীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে সেখানে দেয়াল নির্মাণ করছে। 


এ ঘটনায় বেলজিয়াম প্রবাসী মাহমুদুল হাসানের শাশুড়ী শিরিনা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  


জানা যায়, উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে বেলজিয়াম প্রবাসী মাহমুদুল হাসান সাতভাইয়াপাড়া মৌজায় প্রায় তিন শতাংশ জমি ২০২২সালে ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছিলেন। ওই জমি সাতভাইয়াপাড়া গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে প্রভাবশালী সালাউদ্দিন ও তার সহযোগী মো. শাহ আলী নিজেদের দাবি করেন। এই ঘটনায় প্রবাসী মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ও দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করা অবস্থায় প্রভাবশালী সালাউদ্দিন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই জমিতে দেয়াল নির্মাণ কাজ শুরু করে। 


এ ঘটনায় বেলজিয়াম প্রবাসীর শাশুড়ি শিরিনা বেগম বাদি হয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর স্থানীয় ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে মৌখিক ভাবে ওই জমিতে দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়। এছাড়াও আগামী সোমবার কাগজপত্র সহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।      

ভূক্তভোগী শিরিনা বেগম জানান, তার মেয়ের জামাই মাহমুদুল হাসান বেলজিয়াম প্রবাসী। সে স্বপরিবারে দীর্ঘদিন যাবত বেলজিয়াম বসবাস করে। ২০২২সালে মাহমুদুল হাসান সাতভাইয়াপাড়া গ্রামে ২.৯০ শতাংশ জমি ক্রয় করে উপজেলা ভূমি অফিস থেকে তা নামজারি করে ভোগদখলে রয়েছেন। মেয়ের জামাই প্রবাসী থাকার সুযোগে তারই চাচাতো ভাই প্রভাবশালী সালাউদ্দিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই জমি দখল করে নেওয়ার পায়তারা শুরু করে। পরে প্রবাসী মাহমুদুল হাসানের পক্ষ থেকে এই ব্যাপারে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রভাবশালী সালাউদ্দিন তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে ওই জায়গায় দেয়াল নির্মাণ কাজ শুরু করে।

অভিযুক্ত সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারো জমি তারা দখল করেননি। নিজেদের জমিতেই বাউন্ডারী দেয়াল নির্মাণ করছেন। অন্যের জমিতে কেউ বাউন্ডারী দেয়? তিনি উল্টো এমন প্রশ্ন ছুড়ে দেন। 


সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, প্রবাসীর জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে তাদের স্বপক্ষের কাগজপত্র নিয়ে আগামী সোমবার তার কার্যালয়ে আসার জন্য বলা হয়েছে। যার পক্ষে সঠিক কাগজপত্র পাওয়া যাবে তাকে জমি বুঝিয়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭