সোনারগাঁয়ে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

সোনারগাঁয়ে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
:বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন সোনারগাঁয়ের শিক্ষার্থীরা। 

শুক্রবার (৯ আগস্ট) সকালে "দুই"শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলে দলে বিভক্ত হয়ে কাজ করেন তারা। এ সময় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন এবং রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায়। 

সরজমিনে দেখা যায়, দুপুর থেকে ঢাকা-চট্রগ্রাম  মহাসড়কের সোনারগাঁয়ের অংশ এবং উপজেলার প্রাণকেন্দ্র কাঁচপুর ও মোগরাপাড়া বাস স্ট্যান্ড,কলেজ রোড,উপজেলা কার্যালয়ের সামনের রাস্তা, ট্রাফিক পয়েন্ট ও বিভিন্ন জায়গা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। এ সময় ব্যস্ততম রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেও দেখা গেছে তাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষও অংশ নেন।

অটোরিকশাচালক সফিকুল ইসলাম জানান, কলম আর বইয়ের ব্যাগ ছেঁড়ে আজ তারা দেশের প্রয়োজনে হাতে ঝাড়ু আর কাঁধে নিয়েছে ময়লার বস্তা। তারা খুব ভালো কাজ করছে। দেশের জন্য তারা যা করেছে তাদের এ ঋণ কখনো শোধ করা যাবে না।  

কর্মসূচিতে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের জড়িত শিক্ষার্থী বিপুল রায়হান (AIUB) জানান, সোনারগাঁয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করেন। জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঢাকাসহ সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে সরব ছিলাম। বর্তমানে আমরা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছি।একাধিক দলে বিভক্ত সিনিয়র এবং স্থানীয় সাংবাদিকদের সহায়তায় ট্রাফিকের ভূমিকায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করে যাচ্ছি। আমাদের দেশ একটা সুন্দর নিয়মে চলুক এবং একটা সুন্দর বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে সবাই চলুন কাজ করি। 

আরও একাধিক শিক্ষার্থী জানান, রাস্তায় যে ট্রাফিক পুলিশ নেই, তা বোঝা যাচ্ছে না। ছাত্ররা খুব সুন্দরভাবে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। যতদিন পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কের শৃংখলা ঠিক রাখতে কাজ করে যাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭