নাঃগঞ্জের এসপিকে বদলি, নতুন দায়িত্বে প্রত্যুষ কুমার মজুমদার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নাঃগঞ্জের এসপিকে বদলি, নতুন দায়িত্বে প্রত্যুষ কুমার মজুমদার


মোঃ নুর নবী জনিঃ
-সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিভিন্ন দফতরে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার দেশের গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জসহ ২৪ জেলার পুলিশ সুপার (এসপি) কে বদলি করা হয়েছে।


মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। করা হয়। 


প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে বদলি করে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রত্যুষ কুমার মজুমদার।


জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


গোলাম মোস্তফা রাসেল বিসিএস পুলিশ ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২সালে  ৩রা আগস্ট নারায়ণগঞ্জের এসপি হন।


এদিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়া প্রত্যুষ কুমার মজুমদার বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭