নিজস্ব সংবাদদাতাঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীসহ সকল নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) জুম্মার নামাজের পর উপজেলার সকল মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
জানা গেছে, কোটা সংষ্কার করন নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরবর্তিতে সদ্য বিদায়ী সরকার প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগ ও প্রশাসন দিয়ে আন্দোলনকারীদের দমানোর চেষ্টা করলে আন্দোলন রুপ নেয় সহিংসতায়। এক পর্যায়ে প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে সংঘাত সংঘর্ষ শুরু হলে শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যোগ দিলে প্রশাসনের সাথে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলিতে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও অনেক পুলিশ সদস্য নিহত হন।
এই আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার জুম্মার নামাজের পর সোনারগাঁয়ের সকল মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। এদিন তিনি তার নিজ এলাকা পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর গ্রামের মসজিদে উপস্থিত থেকে মিলাদ ও দোয়ায় অংশ নেন। এসময় তার সাথে ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন