নিজস্ব প্রতিনিধিঃ- র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জের বন্দরে ২৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রবিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে বন্দর উপজেলার চানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ হাসান (২৭)নোয়াখালী জেলার কবিরহাট থানার সৈয়দ জহির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে ঢাকা ও নারায়ণগঞ্জ হাসপাতাল এলাকায় বিক্রি করে।
এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও তারা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন