নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- পেশাগত দায়িত্ব পালন করে সহকর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাংবাদিক বিল্লাল হোসেন। এসময় দুর্বৃত্তদের হামলায় তিনি আহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নগরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিল্লাল হোসেন বেসরকারি টেলিভিশন দেশ টিভি ও খবরের কাগজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
আহত বিল্লাল হোসেন বলেন, তিনি ও তার এক সহকর্মী পেশাগত দায়িত্ব পালন শেষে শহরের মিশনপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে সেখানে চার থেকে পাঁচজন এসে তিনি সাংবাদিক কিনা জানতে চান। সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে (বিল্লাল) এলোপাতাড়ি পেটানো শুরু করেন তারা।
একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড় দিলে অন্য সাংবাদিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
বিল্লাল হোসেন বলেন, তার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। যারা হামলা করেছেন, তাদের তিনি চেনেনও না। তার ধারণা, সাংবাদিকতার কারণে এ হামলা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
বিল্লালের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন