মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে পরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সারাদেশেই বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা ও বসতবাড়ী ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
এদিকে মুন্সিগঞ্জের সিরাজদীখানের মোল্লাকান্দি এলাকায় গত ১২ আগষ্ট স্থানীয় নেতাকর্মীদের উপর ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিরা উদ্দেশ্য মূলক হামলা চালায়।
এতে আহত হন এক নারীসহ ৪ জন। তারা হলেন-মীর কাসেম, মুক্তার হোসেন, মনির মিয়া, জসিম ও ফাতেমা।
এরপর থেকেই নিজ এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছন স্থানীয় নেতাকর্মীরা। এ বিষয়ে সিরাজদীখান থানা অবগত রয়েছে।
তাদের দাবি আমাদের নিজ বাড়িতে ফিরতে চাই। আমরা সাধারণ কর্মী ছিলাম। আমাদের কোনো অপরাধ নেই। আমরা কোনো সহিংসতা ও নাশকতার মতো কোনো ঘৃনীয় অপরাধমূলক কোনো কর্মকান্ডের সাথে জরিত ছিলাম না। আমরা অন্তরবর্তী সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ করবো যেনো আমরা আমাদের নিজ নিজ বাড়িতে ফিরতে পারি এবং সকল প্রকার দুর্বৃত্তদের হয়রানিমূলক কর্মকান্ড থেকে মুক্তি পাই। আমরা যেনো আমাদের নিজ নিজ কর্মস্থানে ফিরতে পারি। পরিবার নিয়ে পূনরায় সাধারণ জীবন- যাপন ফিরতে পারি।
আমাদের এ অবস্থা থেকে মুক্তি চাই, সেই সাথে দাবি জানাই অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের কাছে কোনো রকম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে যেন হয়রানি না করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন