সোনারগাঁও প্রতিনিধিঃ-বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মডেল মসজিদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭ বছর পূর্তি উপলক্ষে পায়রা উড়িয়ে, কেক কাটার মধ্যদিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন।
স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেস্টা মাহফুজুর রহমান, সাইফুল আলম রিপন, সাবেক সভাপতি অসিত কুমার দাস, কবি শাহেদ কায়েস, সুজন এর সোনারগাঁ উপজেলার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান, মাওলানা মুহিউদ্দিন খাঁন, উদীচীর সভাপতি শংকর প্রকাশ, সিনিয়র সাংবাদিক মাসুদ শায়ান, মাহবুবুল ইসলাম সুমন, আক্তার হাবিব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন