নিজস্ব প্রতিনিধি :নারায়নগঞ্জের রূপগঞ্জে বরুনা যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেট মুসলিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান বাংলা আড়ৎতের চেয়ারম্যান সেলিম প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন, মান্নান মিয়া, নূর মোহাম্মদ, আয়নাল খান, মোকাররম ভূইয়াসহ অনেকে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। তার সুযোগ নিয়ে যেন কেউ মাদক ব্যবসা, নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন