কু-চক্রী জলির বেড়া জালে বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

কু-চক্রী জলির বেড়া জালে বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ শহরের কু-চক্রী তাসলিমা বেগম জলির বেড়া জালে পড়ে হতাশায় জীবন যাপন করছে বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার। শহরের মিনা বাজারের জলি তার স্বামীকে কালো জাদুর মাধ্যমে বশ করে শ্বশুরের সম্পত্তি এককভাবে হরন করার জন্য মিথ্যা মামলায় ফাসিয়ে ব্ল্যাক মেইলিং করছে বলে অভিযোগ ঊঠেছে।

বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার নারায়ণগঞ্জের খুব পরচিত ব্যক্তি এবং প্রবীন সাংবাদিক। তিনি “দৈনিক শতকথা” পত্রিকার সম্পাদক ও প্রকাশক। অসুস্থতার কারনে বছর খানেক ধরে পত্রিকা বের করতে পারছেন না তিনি। তার পরিবার সুত্র জানা যায়, বর্তমানে আজহার কমিশনার অন্যের উপর বর করে হাটা-চলাফেরা করে। এমন অসুস্থ একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে এক দুশ্চরিত্রা মহিলা দিয়ে ধর্ষনের মামলায় ফাসিয়ে দিয়েছে জলি।

বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনারের মেয়ে আজমেরি জাহেরা ইভা বাদী হয়ে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাইন্ডেশনের চেয়ারম্যান বরাবর মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার্থে, মিথ্যা মামলা ও দুর্নীতি প্রতিরোধে আইনি সহযোগিতা চেয়ে আবেদন করেছে। সংগঠনের চেয়ারম্যান এস এম মোরশেদ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদকে ঘটনা তদন্ত করার দায়িত্ব প্রদান করেছে। সত্য উম্মোচন করতে মাঠে আছে সংগঠনের জেলা কমিটির টিম। 

আবেদনের কিছু সারসংক্ষেপঃ বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার(৭৬)এর নামে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল আদালতে একটি মিথ্যা মামলা রুজু করে, যা কাল্পনিক ও বানোয়াট। উক্ত মামলাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তন্দন্ত প্রতিবেদনের জন্য বিজ্ঞ আদালত প্রেরন করে। তদন্তের দায়িত্বে নিয়োজিত হয় এস আই আলাউদ্দীন। এস আই আলাউদ্দীন অনৈতিক সুবিধা পেয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানী করে ও আমাদের থেকে অর্থ হাতিয়ে নেয়। মামলার বাদী থেকে মোটা অংকের টাকা নিয়ে ডাক্তারি রিপোর্ট উপেক্ষা করে, সাজানো স্বাক্ষীরদের কথার ভিত্তিতে মিথ্যা প্রতিবেদন আদালতে প্রেরন করে।কয়েকজন সাংবাদিক সহয়তার কথা বলে পুলিশের সাথে মিলে আমাদের বিপদ্গ্রস্থ করে এবং অনেক টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নেয়। 

আবেদনে ইভা আরও বলে, "গত ০১/০৫/২৪ ইং তারিখে তাসলিমা ও আমার ভাই জোসেফ আমার বাবাকে ভয়ভীতি দেখিয়ে ১ লাখ টাকা দাবী করে, বাবা প্রানের ভয়ে তাদেরকে ২০ হাজার টাকা প্রদান করে। এরই ধারা বাহিকতায় মক্ষী রানী তাসলিমা বেগম(আমার ভাই জোসেফের স্ত্রী)এর কু-পরামর্শে আমার ভাই জোসেফ ও তাসলিমা গত ০৩/০৫/২৪ইং রাত আনুমানিল ৯ টায় জোড়পুর্বক ৩৮ মহিমা গাংগুলী রোডস্থ আমার বাবার বসত বাড়ীর গেইটের তালা ভাঙ্গিয়া জোড়পুর্বক আমার বাবার ঘরে ডুকিয়া মার্কেটের চাবির জন্য আমার বাবার সাথে অশুভাচরন করে, ভয়-ভীতি, হুমকি প্রদান করে এবং পরের দিন ০৪/০৫/২৪ ইং তারিখে আনুমানিক ১.৩০ মিনিটে আমাদের মার্কেটে উপস্থিত হয়ে আমার বাবার লাগানো তালা ভেঙে আরেকটি নতুন তালা লাগিয়ে মার্কেট কব্জা করার পায়তাড়া করে তাসলিমা ও আমার ভাই জোসেফ। নিরুপায় হয়ে এ বিষয়ে আমার বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গত ০৪/০৫/২৪ ইং তারিখে অভিযোগ করি কিন্তু থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।পরে বাবা বাদী হয়ে বিজ্ঞ আদালতে সি আর মামলা করে।"

তদন্ত শুরু হবে, নারায়ণগঞ্জের শুশীল সমাজ ও জাতীর বিবেক সাংবাদিকদের সহয়তা কামনা করেছেন ভোক্তভোগী পরিবার। জলির দাপটে ও সন্ত্রাসী কর্মকান্ডে পুরা পরিবার ভীতস্থ ও শংকায় জীবন যাপন করছে বলে প্রতিবেদককে জানায় আজমেরি জাহেরা ইভা ও তার স্বামী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭