গাড়ীর অভাবে দায়িত্ব পালন করতে বিড়ম্বনায় পড়েছে আড়াইহাজার থানা পুলিশ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

গাড়ীর অভাবে দায়িত্ব পালন করতে বিড়ম্বনায় পড়েছে আড়াইহাজার থানা পুলিশ


ইদ্রিস হাসান
:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত ৫, আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের সঙ্গে সঙ্গে আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ  ও ভাংচুর ক্ষতিগ্রস্ত করা হয় থানার মূল ভবনসহ পুলিশ থাকার সরকারী কোয়ার্টার , পুলিশের ব্যবহৃত তিনটি সরকারী গাড়ীসহ বিভিন্ন গাড়ী । লুটপাট করা হয়ছে থানার   সকল অস্ত্র, গোলাবারুদ  মালামাল ও মামলার সকল প্রকার আলামত পুড়িয়ে দেওয়া হয়।



পরবর্তীত ৩১ আগষ্ট নারায়ণগঞ্জ জেলার নব নিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার থানার ধংসস্তুপ পরিদর্শণ করেন এবং থানা পুলিশকে আবার চাঙ্গা মনে কাজ করার জন্য তাগিদ দেন।



থানার তিনটি গাড়ী পুড়িয় দেয়ায় এখন পুলিশের ডিউটি করার মত আর কোন গাড়ী নেই। তাই পুলিশ ঠিকমত তাদের ডিউটি পালন করত পারছে না। তা ছাড়া থানা ভবন পুড়িয়ে দেয়ার কারণে পরসদর উপজেলার শহীদমিনার প্রধান সংলগ্ন পাবলিক লাইব্ররী ভবনে থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 



এলাকাবাসী জানান, আড়াইহাজার উপজেলার ১০ টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় প্রায় ৭ লাখ লোকের বসবাস।



৫ আগস্টের অনাকাংখিত ঘটনার পর সকল পুলিশ কর্মস্থল ছেড়ে চলে যান। পড়ে ধীর গতিতেপুলিশী কার্যক্রম শুরু হলেও পুরো দমে তা করতে পারছেনা পুলিশ। ৭ লাখ লোকের জন্য এত অল্প সংখ্যক পুলিশ যথষ্ট নয় এবং গাড়ীর অভাবে পুলিশ ঠিকমত কাজ করতে পারছেনা।



এ ব্যাপার আড়াইহাজার থানার বর্তমান ওসি এনায়েত হাসানের সাথে কথা হলে তিনি জানান, গাড়ীর অভাবে পুলিশ কোন অভিযাগ নিয়ে কাজ করতে পারছেনা। বাহিরে থেকে গাড়ী ভাড়া করেনিয়ে অভিযোগের ঘটনাস্থল পরিদর্শণে যেতে হয়। তার দেয়া তথ্য মত, তিনি সহ থানায় বর্তমান ২০ জন বিভিন পদধারী অফিসার এবং ২৭ জন কনষ্টবল কাজ করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭