সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাওন (২৪) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা। রোববার রাত সাড়ে দশটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ডাকাতির এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোনারগাঁ উপজেলার জৈনপুর গ্রামের জসিম উদ্দিন ওরফে জসু মিয়ার ছেলে শাওন মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে সবজির দোকানগুলোতে সকালে পাইকারি হিসেবে সবজি দিয়ে সন্ধ্যার পর টাকা উঠিয়ে থাকেন। এদিনও সকালে সবজি দিয়ে সন্ধ্যার পর দোকান থেকে টাকা উঠিয়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফেরার সময় কাঁচাবাজারের অদুরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়া মাত্র আন্তঃজেলা ডাকাতদলের ৭/৮ জন সদস্য ধারালো বিভিন্ন অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে। এসময় ব্যবসায়ী শাওন কোনোকিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যুপুরি কুপিয়ে তার কাছে থাকা ব্যবসার নগদ প্রায় ৩৫ হাজার টাকা লুটে নিয়ে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সে দৌড়ে বাজারের সামনে গেলে তার বাবাসহ অন্যান্যরা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে যায়। আহত ব্যবসায়ী শাওন জানায়, ডাকাতদের সবার বয়স ২০ থেকে ৩০ বছর হবে। তাদের কাছে বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র ছিল। তারা মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার উপর হামলা করে কুপিয়ে আহত করে টাকা লুট করে নিয়ে যায়। এই বিষয়ে সোনারগাঁ থানায় নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে মহাসড়কে ডাকাতি ছিনতাই বেড়েছে। ডাকাত ছিনতাইকারী ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭