মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় এবারের এইচএসসি ও সমমানের মূল্যায়ন পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজ।
জানা যায়, এ বছর এই প্রতিষ্ঠানটি থেকে মোট ১৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১৩৩ জনই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯.২৫%, যা উপজেলায় অন্যতম সেরা। এদের মধ্যে ৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা প্রতিষ্ঠানটির সাফল্যের উজ্জ্বল প্রমান।
এবিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় এবারও উপজেলায় প্রথম স্থান অধিকার করা সম্ভব হয়েছে। তারা বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম, অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টাই এই সাফল্যের মূল কারণ।
এই চমকপ্রদ ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করছে এবং সবাই ভবিষ্যতেও এরকম সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদ প্রকাশ করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন