মোঃ নুর নবী জনিঃ-“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিক্ষার্থী ও অতিথিরা হাত ধোয়া কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহিন আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন,খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার পারভেজ, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান,আর ডিও তানজিলা আক্তার প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন