মোঃ নুর নবী জনিঃ-"শারদীয় দূর্গাপূজা " উপলক্ষে সকলের সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
রোববার (১৩ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার বিজয় দশমী-তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বিজয়া দশমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পূজায় যারা নিরাপত্তায় কাজ করেছেন ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, ফায়ার সার্ভিস সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই পাঁচ দিন নিরাপত্তার স্বার্থে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সাথে পূজা উদযাপন নির্বিঘ্নে করার জন্য পূজা উদযাপন কমিটি ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন