বন্দর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত ফয়সালের মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করলেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
গত ৭সেপ্টেম্বর মুছাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত থাকাকালীন পুলিশ তাকে গ্রেফতার করে।
এবিষয়ে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদের সমনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগীর মা বলেন আমার ছেলে এই ইউনিয়ন পরিষদে কম্পিউটারের কাজে নিয়োজিত আছে। কেউ কেউ ইতিপূর্বে আমার ছেলেকে এখান থেকে সরানোর চেষ্টা করেছিল। কিন্তু সেটা পারেনি। এখন আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে ফাসানো হয়েছে। আমরা তার মুক্তি চাই।
তার স্ত্রী নাদিরা বেগম বলেন, আমার স্বামীকে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে ফাসিয়েছে, তার মুক্তির দাবিতে আমরা প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন