নারায়ণগঞ্জে নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নাই, মন্ত্রানালয়ে পত্র - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জে নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নাই, মন্ত্রানালয়ে পত্র


রাফিয়া রোম্পাঃ
নারায়নগঞ্জে নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না নারায়নগঞ্জ-৮’র রাজউক কর্মকর্তারা। অনৈতিক সুবিধা পেয়ে নীরব ভুমিকা পালন করছে তারা। পত্রিকা ও পোর্টালে নিউজ এবং সংগঠনের পেডে পত্র দেওয়ার পরেও ব্যবস্থা নিচ্ছেনা রাজউক-৮’র কর্মকর্তাগন। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ গৃহয়ন ও গনপুর্ত মন্ত্রণালয়ের সচিবকে ইমেইল পত্র প্রেরন করেছে নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে। প্রধান উপদেষ্ঠা ও উপদেষ্ঠাসহ অনেককে সিসিতে রেখে এই ই-মেইল পাঠিয়েছেন বলে জানা যায়। ২৭ ও ২৮ অক্টোবরে পত্রের হার্ড কপি প্রধান উপদেষ্ঠা, উপদেষ্ঠা গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রণালয়, চেয়ারম্যান রাজউক, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ অফিসে রিসিভ করানো হয়েছে। পত্রটি হুবহুব নীচে তোলে ধরা হলঃ   

উপর্যুক্ত বিষয়ের  প্রেক্ষিতে  আপনার সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য  জানানো যাচ্ছে যে, নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে নারায়নগঞ্জ-৮’র রাজউক কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছে না, বরং তারা অনৈতিক সুবিধা নিয়ে নীরব ভুমিকা পালন করছে বলে জানা যায়। বিগত ১৯/০৭/২৩ইং তারিখে রেফঃ জেভিপিএফ/২০২৩/০৯/০০১ এ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’র পেডে ইমারত নির্মানে দুর্নীতি ও ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পত্র প্রেরন করে কোণ সদোত্তর পাওয়া যায়নি। তৎকালীন পরিচালক ঈয়াহিয়াকে নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পত্র দিলেও কোণ ব্যবস্থা নেয়নি ইয়াহিয়া। অনলাইন পোর্টালে ও পত্রিকায় নিউজ করে তাদের অফিসে পত্রিকা প্রেরন করার পরেও ব্যবস্থা নেয়নি রাজউক-৮’র কর্মকর্তাগন। কার্যার্থে পত্রের সিসি দেওয়া হয়েছে, যুগ্ম-সচিব ও চেয়ারম্যানকে কিন্তু তারা কোন ব্যবস্থা নেয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কারন তারা মিলেমিশেই অনৈতিক সুবিধা নিয়ে নীরব ভুমিকা পালন করছে বলে জানা যায়। আশা করি পত্র পাওয়ার পর আপনি দুর্নীতিবাজ ভবন মালিক ও রাজউক-৮’র কর্মকর্তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করে দেশ সেবায় অবদান রাখবেন।  

আপনাদের সুন্দর ও সফলময় জীবন কামনায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭