রাফিয়া রোম্পাঃ নারায়নগঞ্জে নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না নারায়নগঞ্জ-৮’র রাজউক কর্মকর্তারা। অনৈতিক সুবিধা পেয়ে নীরব ভুমিকা পালন করছে তারা। পত্রিকা ও পোর্টালে নিউজ এবং সংগঠনের পেডে পত্র দেওয়ার পরেও ব্যবস্থা নিচ্ছেনা রাজউক-৮’র কর্মকর্তাগন। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ গৃহয়ন ও গনপুর্ত মন্ত্রণালয়ের সচিবকে ইমেইল পত্র প্রেরন করেছে নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে। প্রধান উপদেষ্ঠা ও উপদেষ্ঠাসহ অনেককে সিসিতে রেখে এই ই-মেইল পাঠিয়েছেন বলে জানা যায়। ২৭ ও ২৮ অক্টোবরে পত্রের হার্ড কপি প্রধান উপদেষ্ঠা, উপদেষ্ঠা গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রণালয়, চেয়ারম্যান রাজউক, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ অফিসে রিসিভ করানো হয়েছে। পত্রটি হুবহুব নীচে তোলে ধরা হলঃ
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে নারায়নগঞ্জ-৮’র রাজউক কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছে না, বরং তারা অনৈতিক সুবিধা নিয়ে নীরব ভুমিকা পালন করছে বলে জানা যায়। বিগত ১৯/০৭/২৩ইং তারিখে রেফঃ জেভিপিএফ/২০২৩/০৯/০০১ এ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’র পেডে ইমারত নির্মানে দুর্নীতি ও ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পত্র প্রেরন করে কোণ সদোত্তর পাওয়া যায়নি। তৎকালীন পরিচালক ঈয়াহিয়াকে নকশা বহির্ভুত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পত্র দিলেও কোণ ব্যবস্থা নেয়নি ইয়াহিয়া। অনলাইন পোর্টালে ও পত্রিকায় নিউজ করে তাদের অফিসে পত্রিকা প্রেরন করার পরেও ব্যবস্থা নেয়নি রাজউক-৮’র কর্মকর্তাগন। কার্যার্থে পত্রের সিসি দেওয়া হয়েছে, যুগ্ম-সচিব ও চেয়ারম্যানকে কিন্তু তারা কোন ব্যবস্থা নেয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কারন তারা মিলেমিশেই অনৈতিক সুবিধা নিয়ে নীরব ভুমিকা পালন করছে বলে জানা যায়। আশা করি পত্র পাওয়ার পর আপনি দুর্নীতিবাজ ভবন মালিক ও রাজউক-৮’র কর্মকর্তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করে দেশ সেবায় অবদান রাখবেন।
আপনাদের সুন্দর ও সফলময় জীবন কামনায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন