প্রেস বিজ্ঞপ্তিঃ-নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা'র বড় ভাই মোহাম্মদ আলী মন্টু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার বিকেলে মোহাম্মদ আলী মন্টু তার নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন । মৃত্যুকালে তিনি - ছেলে মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সহোদরের মৃত্যুতে শোকাহত সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় সোনারগাঁবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
আগামীকাল রবিবার বাদ জোহর নারায়ণগঞ্জ আমলাপাড়া বড় মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।
প্রসঙ্গত, মোহাম্মদ আলী মন্টু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হাবিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আইয়ুব আলী ও মাতার নাম ফজিলাতুন্নেসা । তিনি মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থিত আইয়ুব প্লাজার স্বত্বাধিকারী ও সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সফল সভাপতি ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন