আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জায়েদ আলীকে(৬০) গ্রেফতার করেছে র্যাব-১।
বুধবার(১৬ অক্টোবর) রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫ই আগষ্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশোলয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইলফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য নিহত স্কুল ছাত্র রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক হাজতে রয়েছেন। গ্রেফতারকৃত জায়েদ আলীর বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন