সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশা'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার (৯ অক্টোবর ) রাতে সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা এক বার্তায় এ শোক জানান।
শোক বার্তায় খোকা বলেন, দেশের জন্য যারা যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সূর্য সন্তানদের আমি সব সময় সম্মান করি। বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা না ফেরার দেশে চলে গেলেন। আমি তাহার আত্মার মাগফিরাত কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
প্রসঙ্গত,সোমবার রাতে অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি-ওয়া-ইন্নইলাহি- রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন, মৃত্যুকালে তার ৯৫ বছর বয়স হয়েছিলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন