আড়াইহাজারে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ,থানায় অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

আড়াইহাজারে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ,থানায় অভিযোগ


আড়াইহাজার (
নারায়ণগঞ্জ)
প্রতিনিধি:-নারায়ণগঞ্জ আড়াইহাজারে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে ধর্ষিতা নিজে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালা পাহাড়িয়া ইউনিয়নে বিবির কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের কলেজ ছাত্রী (১৮) এর সাথে পাশের বাড়ির জমির আলীর ছেলে আকাশ (২০) এর সাথে দেড় বছরের প্রেম চলছিল। এর মাঝে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বারবার আকাশকে বিয়ের চাপ প্রয়োগ করা হলেও সে বিয়েতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর পরিবার তিন মাস পূর্বে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আকাশ বেপরোয়া হয়ে ওঠে মেয়েটির স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য সে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে। সে ভিকটিমকে বলে স্বামীকে ডিভোর্স দিলে সে তাকে বিয়ে করবে অবশেষে আকাশের হুমকি ধামকির কারণে এবং বিয়ের আশ্বাস পেয়ে মেয়েটি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। গত ১৬ ই নভেম্বর মেয়েটির বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে আকাশ রাত ৮টার দিকে ওই মেয়ের ঘরে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দেয়। তখন মেয়েটি তাকে বিয়ে করার চাপ প্রয়োগ করলে তার মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। 


অভিযোগ পাওয়ার সততা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭