ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যবসায়ীর লাশ, পুলিশের দাবী দূর্ঘটনা ! - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যবসায়ীর লাশ, পুলিশের দাবী দূর্ঘটনা !


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের  ফতুল্লার ভূইগড় থেকে ইমেন আলী (৫২) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ।


শনিবার (১৬ নভেম্বর) সকালে লিংক রোডের ভূইগড় ওভারপাসের উপর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ভোর ৬ টায় যাত্রাবাড়ী আড়ৎ থেকে পাইকারী মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করেছে বলে ধারনা করছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ।


এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশ জানায়, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ভূইঘর ওভারপাসের উপর ঢাকামুখী লেনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।


অজ্ঞাত অবস্থায় মরদেহ উদ্ধার করা হলেও প্রযুক্তির সহায়তায় নিহতের নাম পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই)। নিহত ইমেন আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার পুত্র।


ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে  ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জিও ভাঙ্গা।

তবে ফতুল্লা থানা পুলিশের কর্মকর্তা কামাল ধারনা মূলে আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে দ্রুতগামী কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭