জাতীয় যুব দিবস উপলক্ষে ৬৪ জেলার ৬৪ টি খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

জাতীয় যুব দিবস উপলক্ষে ৬৪ জেলার ৬৪ টি খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি


এমএনএ আজাদ
: জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর যুব উন্নয়ন অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান ব্যাপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ৬৪ জেলার ৬৪ টি খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি। তারই ধারাবাহিকতায় ১০ নভেম্বর রবিবার ঢাকা জেলার রামপুরা থেকে ইটাখোলা বালু নদী পর্যন্ত খাল পরিষ্কার অভিযান বাস্তবায়ন করা হয়েছে। 

এই কর্মযজ্ঞে খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছেন ১ জন পরিচালক, ১ জন উপ-পরিচালক ১ জন সহকারী পরিচালক, ১ জন থানা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ৪-৬ টি যুব সংগঠন।

সকালে রাজধানী ঢাকার রামপুরা থেকে ইটাখোলা বালু নদী পর্যন্ত খাল পরিষ্কার কর্মসূচির (৪ নং গ্রুপের) উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্মানিত পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব এমএ আখের, ঢাকা জেলার উপ পরিচালক একেএম শাহরিয়ার রেজা'র তত্ত্বাবধানে ছয়টি গ্রুপ তিন দিনে প্রায় সাড়ে ৬ কিলোমিটার খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মো. হামিদুর রহমান, সহকারী পরিচালক গজনবী খান, সিকদার মাহমুদ হোসেন জুয়েল, থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামাল নাসের, বন্যা আক্তার, ফেরদৌসী বেগম ও তানজিমা আক্তার।

যে সকল যুব সংগঠন উক্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাল পরিষ্কার কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিলো:-

প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন, নতুনত্ব আত্মসামাজিক যুব উন্নয়ন সংস্থা, প্রীতি যুব ও মহিলা কল্যাণ সংস্থা, নকশা হ্যান্ডি ক্রাফট মহিলা উন্নয়ন সংস্থা, স্বপ্নকথা কুটির শিল্প, প্রতিবেশী যুব ও মহিলা কল্যাণ সংস্থা। 

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক, নোঙর সহ আরো অন্যান্য প্রতিষ্ঠান এর কর্মকর্তা- কর্মচারী ও স্বেচ্ছাসেবকগণ ।

আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়, সকল যুব সংগঠক, স্বেচ্ছাসেবক, ইউটিউবার, ব্লগার, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ যারা স্বেচ্ছায় এই কাজে সম্পৃক্ত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭