সোনারগাঁও প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন টোলপ্লাজায় ট্রাক চাপায় শফিক মিয়া (৩৬) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম সড়কের মেঘনা নিউটাউন টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভিক্ষুক উপজেলার সোনারগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের ফতেকান্দী এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।
প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, মালবাহী ট্রাক (বগুড়া-ট-১১-১৭৪৫) টোলপ্লাজায় বেপরোয়া গতিতে প্রবেশ করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক শফিককে চাপা দেয়। এতে ভিক্ষুক শফিক ঘটনাস্থলেই নিহত হয়। এসময় বগুড়া জেলার কাহালো উপজেলার মৃত আজহার আলীর ছেলে ট্রাকের ড্রাইভার আব্দুর রাজ্জাক (৩৮)কে টোলপ্লাজার সিকিউরিটি গার্ড ও পথচারীরা ট্রাকসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন