রূপগঞ্জে স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

রূপগঞ্জে স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্র রোমান হত্যা মামলারা আসামী গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার গোলাকান্দাইল এলাকার নিজামউদ্দিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার মেহেদী হোসেন জানান, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ করায় রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন এলাকায় আনন্দ মিছিল বের করে স্থানীয় ছাত্র জনতা। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় নবকিশলয় স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৫ জন নামীয়সহ আরো ৬০ জন অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। এদিকে গতরাত সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

 পরে বুধবার বেলা ১২ টার দিকে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭