নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কাভার্ড ভ্যান চাপায় পিষ্ট হয়ে নিতাই বর্মণ (২৫) নামের এক অটো-চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধায় সোনারগাঁ থানা রোডের থানার অদুরেই এই দূর্ঘটনা ঘটে।
নিহত অটো চালক নিতাই বর্মণ সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের উমেশ বর্মণের ছেলে।
নিহতের ভাই অপু বর্মণ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অটো চালক নিতাই বর্মণ মোগরাপাড়া চৌরাস্তা থেকে অটোরিকশা নিয়ে বৈদ্যোর বাজার যাওয়ার পথে একটি মালবাহী কাভার্ড ভ্যান দ্রুত গতিতে এসে অটোরিকশাকে চাপ দিলে চালকের মাথা থেতলে সড়কে মগজ ছড়িয়ে পড়ে। এছাড়া পেট থেকে নাড়ি ভুঁড়ি বেড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় সড়কের পাশে রত্না নামে এক নারী পিঠা বিক্রেতা কাভার্ড ভ্যান চালক জামাল হাওলাদারকে আটক করে থানার ভেতর নিয়ে পুলিশে সোর্পদ করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমএ বারী জানান, সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিমাই নিহতের ঘটনায় অভিযুক্ত কভারভ্যান চালক জামাল হোসেনকে গাড়ীসহ আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন