মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৮ জন গ্রেফতার ।
বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।
এর আগে বুধবার রাতে ওসি এম এ বারীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা হলোঃ- মোঃ শরীফ (৩৮), তাওহীদুল ইসলাম (৩৮), মোঃ বাবুল (৪০), মোঃ মাসুদ রানা (৩৬), রাজু আহম্মেদ(৩৭), খোকন মিয়া (৪০), তাওহিদ ইসলাম (৩৮) ও লাবলী বেগম - (৩৫)।
এদের মধ্যে একজন রিমান্ড ফেরত, সিআর ওয়ারেন্টে গ্রেফতার -৩ জন ও অন্যান্য মামলায় ০৪ জন।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এমএ বারী, জানান গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন