মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ লাইনস্ ড্রিল শেডে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা নিজেদের সামষ্টিক সমস্যাগুলো তুলে ধরেন। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
পরে নভেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সকল ইউনিটকে ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন