মোঃ নুর নবী জনিঃ- ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহতসহ ৪ জন আহত হয়েছেন।
রোববার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের প্রবেশ মুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময় ঘটনাস্থলেই আলেয়া খাতুন(৬০) নামে এক জন নিহত হয়েছেন,নিহত আলেয়া খাতুন পিরোজপুর নাজিরপুর রঘুনাথপুর এলাকার মৃত মান্নান মিয়ার স্ত্রী।এ ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মেঘনা টোলপ্লাজার উল্টো পথে মেঘনা ব্রিজে উঠার সময় একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া খাতুন নামের এক নারী নিহত হয় এবং সিএনজিতে থাকা বাকি পাঁচজন আহত হয়। পরে আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, দুর্ঘটনার পর পরই অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১৪৪৩০) আটক করা হয়েছে। সেই সাথে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন